বাংলাদেশে বিভাগ কয়টি ও কি কি ?



এক নজরে বাংলাদেশের বিভাগসমূহ


বাংলাদেশ ৮টি প্রধান প্রশাসনিক অঞ্চল যাদের বাংলায় বিভাগ হিসাবে অভিহিত করা হয়। প্রত্যেকটি বিভাগের নাম ওই অঞ্চলের প্রধান শহরের নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশের বিভাগ গুলো হলঃ- ১. ঢাকা বিভাগ
২. চট্টগ্রাম বিভাগ
৩. রাজশাহী বিভাগ
৪. খুলনা বিভাগ
৫. বরিশাল বিভাগ
৬. সিলেট বিভাগ
৭. রংপুর বিভাগ
৮. ময়মনসিংহ বিভাগ


১. ঢাকা বিভাগ:-



ভৌগলিক অবস্থানঃ 

২০●৫১ থেকে ২৫●২৫ উত্তর অক্ষাংশ এবং ৮৯●১৯ থেকে ৯১●১৫ পূর্ব দ্রাঘিমাংশ ।উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বাগেরহাট, পিরোজপুর, বরিশাল ও চাঁদপুর জেলা, পূর্বে সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলা, পশ্চিমে নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলা। 

  • আয়তন                     ঃ ৩১,০৫১ বর্গ কিঃ মিঃ
  • লোকসংখ্যা               ঃ ৪,৬৭,২৯,০০০ 
  • জেলার সংখ্যা           ঃ ১৩ টি
  • উপজেলার সংখ্যা     ঃ ৮৮ টি
  • উন্নয়ন সার্কেল         ঃ ০১ টি (তেজগাঁও উন্নয়ন সার্কেল)
  • থানার সংখ্যা         ঃ পুলিশ থানা -১৩৩ টি
                                           মেট্রোপলিটন থানা -৪৯ টি
                                           হাইওয়ে থানা- ০৪ টি
                                           রেলওয়ে থানা-০৪টি
                                           নৌ-থানা-০১ টি
  • সংসদীয় আসন       ঃ ৯৪ টি
  • সিটি কর্পোরেশন     ঃ ০২ টি
  • ইউনিয়ন পরিষদ     ঃ ১২৪৮ টি
  • পৌরসভা                 ঃ ৮৮ টি
  • গ্রাম                         ঃ ২৫,২৩৭ টি
  • মৌজা                     ঃ ১২,৭৬৫ টি
  • শিক্ষার হার             ঃ ৬২%



২. চট্টগ্রাম বিভাগ:-



ভৌগলিক অবস্থানঃ

পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ। বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। বাংলাদেশের মানচিত্রে পূর্ব-দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান। পৃথিবীর মানচিত্রে চট্টগ্রাম বিভাগের অবস্থান ২২.২২ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২২.৩৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯১.৪৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা হতে ৯১.৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায়।


  • আয়তন                 ঃ ৩৩,৯০৪ বর্গ কি.মি (বাংলাদেশের বৃহত্তম বিভাগ)
  • লোকসংখ্যা           ঃ ২,৯১,৪৫,০০০ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
  • জেলার সংখ্যা       ঃ ১১টি
  • উপজেলার সংখ্যা ঃ ১০৩টি
  • থানার সংখ্যা         ঃ ১২০টি
  • সংসদীয় আসন     ঃ ৫৯টি
  • সিটি কর্পোরেশন   ঃ ০২টি
  • ইউনিয়ন পরিষদ   ঃ ৯৪৯টি
  • পৌরসভা               ঃ ৬২টি
  • গ্রাম                       ঃ  ১৫,১৭২টি
  • মৌজা                    ঃ ৮,০৮১টি        
  •  শিক্ষার হার           ঃ ৫২.০৯%

 


৩. রাজশাহী বিভাগ :-


ভৌগলিক অবস্থানঃ

২৪ ডিগ্রী ০৭ মিনিট হতে ২৪ ডিগ্রী ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং  ৮৮ ডিগ্রী ১৭ মিনিট হতে ৮৮ ডিগ্রী ৫৮ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ।

  • আয়তন                     ঃ ২৪০৭.০১ বর্গকিলোমিটার
  • লোকসংখ্যা               ঃ ২৩,৭৭,৩১৪ জন
  • জেলার সংখ্যা           ঃ ৮টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ৯টি
  • থানার সংখ্যা             ঃ ১৩ টি  (মেট্রোপলিটন এলাকায় ৪ টি)
  • সংসদীয় আসন         ঃ ৬৭টি
  • সিটি কর্পোরেশন       ঃ ০১টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ৭১ টি
  • পৌরসভা                   ঃ ১৪ টি
  • গ্রাম                           ঃ ১,৯১৪ টি
  • মৌজা                        ঃ ১,৭১৮ টি
  •  শিক্ষার হার               ঃ ৪৭.৪ %


৪. খুলনা বিভাগ:-

ভৌগলিক অবস্থানঃ
পৃথিবীর মানচিত্রে খুলনা বিভাগের অবস্থান ২১৪০' উত্তর অক্ষাংশ হতে ২৪০১২ উত্তর অংশে এবং ৮৮৩৪' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯৫৭' পূর্ব দ্রাঘিমায়। খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরের উপর তটরেখা রয়েছে।

  • আয়তন                     ঃ ২৪০৭.০১ বর্গকিলোমিটার
  • লোকসংখ্যা               ঃ ২৩,৭৭,৩১৪ জন
  • জেলার সংখ্যা           ঃ ৮টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ৯টি
  • থানার সংখ্যা             ঃ ১৩ টি  (মেট্রোপলিটন এলাকায় ৪ টি)
  • সংসদীয় আসন         ঃ ৬৭টি
  • সিটি কর্পোরেশন       ঃ ০১টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ৭১ টি
  • পৌরসভা                   ঃ ১৪ টি
  • গ্রাম                           ঃ ১,৯১৪ টি
  • মৌজা                        ঃ ১,৭১৮ টি
  •  শিক্ষার হার               ঃ ৪৭.৪ %

৫. বরিশাল বিভাগ:-

ভৌগলিক অবস্থানঃ
বরিশাল জেলা ২২০ ৪২' ০'' উত্তর অক্ষাংশে ও ৯০০ ২২' ০'' পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়।

  • আয়তন                     ঃ ২,৭৮৪.৫২ বর্গ কিঃ মিঃ
  • লোকসংখ্যা               ঃ ২৪,৮৭,০১২ জন
  • জেলার সংখ্যা           ঃ ৮টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ১০টি
  • থানার সংখ্যা             ঃ ১৪ টি 
  • সংসদীয় আসন         ঃ ১১৯টি
  • সিটি কর্পোরেশন       ঃ ০১টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ৮৭টি
  • পৌরসভা                   ঃ ৬টি
  • গ্রাম                           ঃ ১,১১৬টি
  • মৌজা                        ঃ ১,০০১টি
  •  শিক্ষার হার               ঃ ৬৩.৬ %

৬. সিলেট বিভাগ:-


ভৌগলিক অবস্থানঃ
সিলেট বিভাগ ২৩°৫৮´উওর অক্ষাংশ থেকে ২৫°১২´উওর অক্ষাংশ এবং ৯০°৫৬´পূর্ব দ্রঘিমাংশ থেকে ৯২° ৩০´পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।

  • আয়তন                     ঃ ৩,৪৫২.০৭ বর্গ কি.মি
  • লোকসংখ্যা               ঃ ৩৫,৬৭,১৩৮ জন (২০১১)
  • জেলার সংখ্যা           ঃ ৪টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ১৩ টি
  • থানার সংখ্যা             ঃ ১৭ টি 
  • সংসদীয় আসন         ঃ০৬  টি
  • সিটি কর্পোরেশন       ঃ ০১টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ১০৫টি
  • পৌরসভা                   ঃ ০৪ টি
  • গ্রাম                           ঃ ৩,৪৯৭টি
  • মৌজা                        ঃ ১,৫৫৪টি
  •  শিক্ষার হার               ঃ ৫১.২%

৭. রংপুর বিভাগ:-


ভৌগলিক অবস্থানঃ
সিলেট বিভাগ ২৩°৫৮´উওর অক্ষাংশ থেকে ২৫°১২´উওর অক্ষাংশ এবং ৯০°৫৬´পূর্ব দ্রঘিমাংশ থেকে ৯২° ৩০´পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।

  • আয়তন                     ঃ ১৬,৩৭৪.০৯১ বর্গ কি.মি
  • লোকসংখ্যা               ঃ ১,৫৭,৮৭,৭৫৮ জন
  • জেলার সংখ্যা           ঃ ৮টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ৫৮ টি
  • থানার সংখ্যা             ঃ ৬০ টি 
  • সংসদীয় আসন         ঃ ০৬ টি
  • সিটি কর্পোরেশন       ঃ ১ টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ৫৩৫ টি
  • পৌরসভা                   ঃ ৩১টি
  • গ্রাম                           ঃ ৯,০৬৬টি
  • মৌজা                        ঃ ৬,৭১০টি
  •  শিক্ষার হার               ঃ ৫১.৫৬%

৮. ময়মনসিংহ বিভাগ:-


ভৌগলিক অবস্থানঃ
২৪০২'৩১" থেকে ২৫২৫'৫৬" উত্তর অক্ষাংশ এবং ৮৯৩৯'০০" থেকে ৯১১৫'৩৫" পূর্ব দ্রাঘিমাংশ- এ। উত্তরে গারোপাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা   কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুরজামালপুর  টাঙ্গাইল জেলা অবস্থিত।
  • আয়তন                     ঃ ৪৩৬৩.৪৮ বর্গ কি.মি
  • লোকসংখ্যা               ঃ ৫৮,০০,১৫৯ জন
  • জেলার সংখ্যা           ঃ টি 
  • উপজেলার সংখ্যা     ঃ ১৩ টি
  • থানার সংখ্যা             ঃ ১৪ টি 
  • সংসদীয় আসন         ঃ ০৬ টি
  • সিটি কর্পোরেশন       ঃ ১ টি
  • ইউনিয়ন পরিষদ       ঃ ১৪৫ টি
  • পৌরসভা                   ঃ ১০ টি
  • গ্রাম                           ঃ ২,৭০৯টি
  • মৌজা                        ঃ ২,২০১টি
  •  শিক্ষার হার               ঃ ৬৮%

Post a Comment

0 Comments